খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং পেলেই বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যেত পাকিস্তানের। নাহ! ক্রিকেট বিধাতা এতটা নির্দয় হয়নি দলটার প্রতি। নিজেদের ভাগ্যটা তাদের হাতেই রেখেছে। টস ভাগ্যটা তাই গেল তাদের পক্ষে। কিন্তু নিজেদের পুঁজিটা ৩১৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
এখন নিউজিল্যান্ডকে পেছনে সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানের সামনে অসম্ভব সমীকরণ। ৭ বা তার কম রানে অল আউট করতে হবে বাংলাদেশকে। ম্যাচটা জিততে হবে ৩০৮ রানের ব্যবধানে।
শুক্রবার লর্ডসে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩১৫ রান করে পাকিস্তান। টানা দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের তোপে শুরুর দাপটের পরও পাকিস্তান রানের পাহাড় গড়তে পারেনি। ইমাম-উল-হক সেঞ্চুরি করেছেন। হিট উইকেট হয়ে ফেরার আগে ঠিক ১০০ বলে ১০০ রান করেন। বাবর আজম করেছেন ৯৬ রান।
খবর২৪ঘণ্টা, জেএন