বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে দিনে-দুপুরে গুলি করে আমিন হোসেন নামে এক কলেজ ছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেল ৪ঃ৩০টায় দিকে উপজেলার মুকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমিন হোসেন মুকিমপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
সে বনপাড়া ডিগ্রী কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।পুলিশ ও এলাকাবাসীরা জানায়, কলেজ ছাত্র আমিন হোসেন বিকেলে ৪ঃ৩০টায় দিকে তার দোলাভাইয়ের পালসার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। এসময় তিনজন সন্ত্রাসী আমিনের পথরোধ করে তার ওপর গুলিবর্ষন করে।
এসময় ঘটনাস্থলেই আমিন হোসেনের মৃত্যু হয়। পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে। খবর২৪ঘণ্টা, জেএন