খবর ২৪ ঘণ্টা ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুই ইঞ্জিন বিশিষ্ট যাত্রীবাহী একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্লেনের ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বিভাগ জানায়, কিং এয়ার-৩৫০ উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যেই সেখানে একটি তদন্ত দল পাঠানো হয়েছে।
সিএনএন জানায়, ব্যক্তিগত বিমানটি স্থানীয় একটি বিমানবন্দরের ঝুলন্ত একটি বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়।
তবে সিবিএস জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
খবর২৪ঘণ্টা, জেএন