শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বাগড়া কলোনী গ্রামে বাড়িতে টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে রোববার বিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়ে মোছা. মালঞ্চা (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের বেলাল হোসেনের স্ত্রী মালঞ্চা রবিবার দুপুর ৩ টার দিকে টেলিভিশন দেখার জন্য সংযোগ দেওয়ার সময় বিদ্যুতপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে
উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, নিহতের লাশ উদ্ধার করে বগুড়ায় মর্গে প্রেরন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন