খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। বাংলাদেশ জাতীয় দলের দুই উদীয়মান ক্রিকেটার। দুজনেই পারফরম্যান্সের ঝলক দেখিয়ে জায়গা করে নেন জাতীয় দলে। তাই তাদের কাছে প্রত্যাশাটাও সেরকম দর্শক, ভক্ত ও নির্বাচকদের। তাদের প্রতিভার উপর আস্থা রেখেই বেশ কয়েক বার সুযোগ দিয়েছেন নির্বাচকরা। কিন্তু শেষ কয়েকটি সিরিজে ফর্মহীনতার কারণে এবার বাদ পড়তে হয়েছে দল থেকে। তাদের ওপর আর আস্থা রাখতে পারছে না দল।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সোজাসাপ্টাই বললেন দুজনকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কারণ। প্রধান নির্বাচক বলেন, ‘সৌম্য সব ফরম্যাটেই কিছুদিন ধরে খেলে যাচ্ছে। ওর প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। ধারাবাহিকতার মধ্যে নেই বলেই আমরা একটা বিরতি দিয়েছি। সিস্টেমের মধ্যেই আছে। সে পুলভুক্ত খেলোয়াড়। আশা করি ধারাবাহিকতায় ফিরবে। এরপর আবার বিবেচনা করা হবে। তাসকিন সাউথ আফ্রিকা সফরে ফর্মে ছিল না। ঘরোয়া ক্রিকেটে লংগার ভার্সনে কিছু ম্যাচ খেলারও দরকার আছে তার। সে হিসেবে বাদ দেওয়া হয়েছে।’
সৌম্যর জায়গায় তামিমের সম্ভাব্য সঙ্গী হিসেবে দলে ফিরেছেন এনামুল হক বিজয়। তাকে সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে মিনহাজুল বলেন, ‘বিজয়ের কথা বলতে পারি, যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। দুই বছর ধরে রান করছে ঘরোয়া ক্রিকেটে। আর আবুল হাসান রাজুকে কন্ডিশনের কথা চিন্তা করে আনা হয়েছে। একটা বাড়তি পেস বোলার নিয়েছি, যার বল সুইং করানোর ক্ষমতা আছে।’
এই দুজন ছাড়াও দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন। এই দুজনকেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল করায় নেয়া হয়েছে বলে জানান মিনহাজুল। ১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। ২৭ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই সিরিজের। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।
খবর২৪ঘণ্টা.কম/রখ