নিজস্ব প্রতিবেদক :
নাটোরে ৮ হাজার ৪১৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চরপাঁকা বিশরশিয়া এলাকার আফজালের ছেলে রুবেল মিয়া (২০) ও আব্দুল হাকিমের ছেলে মনিরুল ইসলাম (৩৬)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রসুলপুর মোড় এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রæত ঘটনাস্থলে অভিযান চালিয়ে মনিরুল ও রুবেল মিয়াকে ৮ হাজার ৪১৭ পিস ইয়াবাসহ আটক করে। যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর