নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে আম বিক্রি নিয়ে দ্বন্দ্বে সুজন আলী (২৮) নামের এক ছাত্রলীগ নেতা প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহত যুবক তানোর পৌর এলাকায় আকচা গ্রামের সাজ্জাদ আলীর ছেলে। সুজন তানোর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় তানোর থানা পুলিশ এককজনকে আটক করেছে। আটককৃতরা হলো, তানোর পৌর এলাকার মোহর গ্রামের আলমগীর হোসেন, তার ছেলে রাকিব ও রায়হান। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তানোরের গোল্লাপাড়া বাজার সংলগ্ন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ
ওসি খাইরুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বে সুজন আলীকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। লাশটি ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আর/এস