1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
তানোরে ভরা আষাঢ়ে ও বৃষ্টিবিহীন, আমন চাষ নিয়ে দূচিন্তায় কৃষক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

তানোরে ভরা আষাঢ়ে ও বৃষ্টিবিহীন, আমন চাষ নিয়ে দূচিন্তায় কৃষক

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯

তানোর প্রতিনিধি: তানোরে ভরা আষাঢ়ে ও বৃষ্টি নেই। পানির অভাবে আমনের চারাগুলো শুকিয়ে যাচ্ছে। চারা বাঁচাতে উপজেলার কৃষকরা বীজতলাতে সেচ দিচ্ছেন। তবে এতে করে ধানের উৎপাদন ব্যায় বেড়ে যাবে। আর এতে করে আমন চাষ নিয়ে দূচিন্তায় পড়েচে কৃষকরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় প্রায় ২২ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ভরা আষাঢ়ে বৃষ্টি না হওয়ায় পানির অভাবে এ অঞ্চলের কৃষকরা আমন চাষ নিয়ে চরম দূচিন্তায় পড়েছেন। আর বৃষ্টি অভাবে আমনের চারাগুলো বেড়ে উঠতে পারছেনা। আবার কারো কারো বীজতলার চারাগুলো লালচে বর্ণের হয়ে যাচ্ছে।

এনিয়ে উপজেলা বাধাইড় ইউপির নারয়নপুরের গ্রামের কৃষক কারুজ্জামান হেনা এ প্রতিবেদকে জানান বোর ধানের ন্যায্যমূল্য না পেয়েও আমনের ন্যায্যমূলো পাওয়ার আশায় আমরা আমন চাষ করতে নেমেছি। তবে আষাঢ়ে অনাবৃষ্টির কারনে ক্ষেতে পানি নেই। আমন ধানের চারা গজিয়ে উঠলেও পানির অভাবে তা ঝিমিয়ে পড়ছে। বাধ্য হয়ে সেচ দিয়ে কোন মতে চারাগুলোকে টিকিয়ে রাখা হচ্ছে। এতে খরচ বাড়ছে। এমন পরিচিতি অব্যাহত থাকলে আমন ধানের উৎপাদন খরচ বেড়ে যাবে। এতে আমনের ফলনও কমে যাবে।কৃষক ক্ষতিগস্ত হবে।

এনিয়ে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম বলেন, আবহাওয়া পরিবর্তনের কারনে ভরা আষাঢ়ে পানির দেখা নাই। তবে দূচিন্তার কিছু নেই বৃষ্টি অব্যশই হবে। বীজতলাগুলো সেচ দিয়ে টিকিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team