নাটোর প্রতিনিধি: নাটোর কারাগারে আব্দুর রাজ্জাক নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। তিনি নাটোরের সিংড়া উপজেলার পশ্চিম ভেংরী গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র। সে অস্ত্র মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত আসামী বলে জানান নাটোর জেল সুপার আব্দুল বারেক। গতকাল রাতে তিনি অসুস্থ হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাটানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।খবর২৪ঘণ্টা, জেএন