খবর ২৪ ঘণ্টা ডেস্ক: বিশ্বকাপের ৩০তম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি পাকিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ। ইংল্যান্ডের লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলা শুরু হয়েছে।
এবারের বিশ্বকাপে মোটেও ভালো যাচ্ছে না আজ মুখোমুখি হওয়া দল দুটির। এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে আফ্রিকানদের জয় মাত্র একটিতে। অন্যদিকে পাকিস্তানের অবস্থাও তাই। ৫টি ম্যাচ খেলে জয় পেয়েছে ১ ম্যাচে। দক্ষিণ আফ্রিকার সেমির স্বপ্ন একেবারে শেষ হয়ে গেলেও পাকিস্তানের এখনও ক্ষীণ সম্ভাবনা রয়েছে।
পাকিস্তান একাদশ:
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহীন আফ্রিদী।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।
খবর২৪ঘণ্টা, জেএন