খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি দিয়াশলাই কারখানায় বিস্ফোরণে ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। শুক্রবার দুপুরে উত্তর সুমাত্রা প্রদেশের বিনজাই শহরে এ ঘটনা ঘটে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। খবর ওয়াশিংটন পোস্ট।
নিহত ওই তিন শিশু বাবা-মায়ের সাথে তাদের কর্মস্থলে এসেছিল।
অগ্নিদগ্ধ হওয়ায় নিহতদের শনাক্ত করতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা।
এর আগে, ২০১৭ সালে জার্কাতা শহরের বাইরে একটি আতশবাজির কারখানায় আগুন লেগে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছিল।
খবর২৪ঘণ্টা, জেএন