পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে লাইনচ্যুত ঈশ্বরদী-চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। লাইনচ্যুতির সাড়ে ৫ ঘন্টা পর মেরামত শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার গাজী গোলাম ফেরদৌস জানান, রবিবার সকাল সাতটার দিকে ঈশ্বরদী স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে চালক সিগন্যাল দেখতে না পাওয়ায় বাইপাস স্টেশনের আপ লাইনে পয়েন্ট অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও আটকে পড়ে। আর ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেন লাইনচ্যুতির পর রাজশাহী হতে ছেড়ে আসা খুলনা ও গোয়ালন্দঘাটগামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ও সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেন চলাচল বন্ধ থাকে রাজশাহী-খুলনা রুটে।
ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি উঠানোর পর কমিউটার ট্রেনটি গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে সাড়ে ৫ ঘন্টা পর স্বাভাবিক হয় রাজশাহী-খুলনা রুটে ট্রেন যোগাযোগ।
খবর২৪ঘণ্টা.কম/রখ