পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহী জেলার জেলা প্রশাসক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পুঠিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে ও উপজেলা প্রশাসন পুঠিয়ার আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী বক্তব্য রাখেন, রাজশাহী জেলার বিদায়ী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জানানের সভাপতিত্বে ও পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলামের সঞ্চলনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক পারভেজ রায়হান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা
চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল উদ্দিন আহম্মেদ, রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনকি সম্পাদক আহসান উল হক মাসুদ, আ’লীগ নেতা মনিরুল ইসলাম তাজুল, পুঠিয়া কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, বেলপুকুর ইউনিয়নের চেয়াম্যান বদিউজ্জামান বদি, মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন আহম্মেদ ময়েন ও সাংবাদিক হাসমত দৌলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন
কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়নের চেয়াম্যানগণ, শিক্ষকগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। গত ২০১৮ সালের ২৫ এপ্রিল জেলা প্রশাসক হিসেবে এস এম আব্দুল কাদের যোগদান করেন এবং চলতি বছরের জুন মাসের ১৪ তারিখে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উপ-সচিব হিসেবে তিনি বদলি হন।
এস/আর