নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ও উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউর রহমান জানান, খাদ্যমন্ত্রী গুদাম পরিদর্শন করে যাওয়ার পরপরই উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর সঙ্গে খাদ্য গোডাউনের এএসআই মাসুদ রানা ও কুলি সর্দ্দার মজিবুর রহমানের হট্টগোল হয়।
তখন কুলি সর্দ্দারকে মারপিট করে তার জামা ছিড়ে ফেলে ও উপ-সহকারী কর্মকর্তা (এএসআই) মাসুদ রানাকে লাঞ্ছিত ও আহত করেন ভাইস চেয়ারম্যান।
সফিউর রহমান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের দিক-নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, ‘মন্ত্রী মহোদয় গোডাউন ত্যাগ করার পরপরই ঘটনাটি ঘটে। বিষয়টি মন্ত্রীকে অবহিত করা হয়েছে।’
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।