খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: দক্ষিণ ভারতীয় নায়ক প্রভাসের অতি প্রতীক্ষিত সিনেমা ‘সাহো’র টিজার নিয়ে মাসখানেক ধরে আলোচনা হচ্ছে। বৃহস্পতিবার সকালে প্রকাশ হলো সেই ভিডিও।
প্রভাসের বিপরীতে থাকা শ্রদ্ধা কাপুরকেও দেখা গেল সদ্য প্রকাশ হওয়া ভিডিওতে।
পয়লা দর্শনেই ধারণা করা হচ্ছে, নতুন সিনেমাটি ‘বাহুবলি’ দুই কিস্তির পর আরেকটি ব্লকবাস্টার হতে যাচ্ছে নায়কের ক্যারিয়ারে।
টিজার হিসেবে একটু বড়ই বলতে হয়। এক মিনিট ৩৯ সেকেন্ড। রোমান্টিক দৃশ্য দিয়ে শুরু হওয়া টিজারে একের পর এক এসেছে দুর্ধর্ষ অ্যাকশনের চমক। কয়েক ঝলকে একে একে আরও দেখা গেল জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, চাঙ্কি পান্ডে ও মহেশ মাঞ্জেশকরকে।
তবে হাই-অকটেন দৃশ্যগুলো ‘সাহো’র মূল গল্প সম্পর্কে কোনো ধারণা দেই না। শুধু উত্তেজনা বাড়িয়ে দিলো। আর দেখিয়ে দিলো ভিজ্যুয়াল ইফেক্টস ও আবহ সংগীতের চোখ-কান ধাঁধানো পরিকল্পনা। প্রতিশ্রুতি পাওয়া গেল বড়সড় অ্যাকশন থ্রিলারের।
খবর২৪ঘণ্টা, জেএন