নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরবাসীর নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরণের অপ্রিতীকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। তিন স্তরের মধ্যে রয়েছে, সাদা পোশাকে পুলিশ, টহল পুলিশ ও স্ট্যাটিক ডিউটি। নগরীর বাস টার্মিনাল ও রেল স্টেশন এবং বিভিন্ন মার্কেটের সামনে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। রোজার শুরু থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটের সামনে পুলিশ ডিউটি পালন
করছে। শেষ সময়ে এসে নগরীর বিপনি বিতানগুলোতে ভিড় বেড়েছে কয়েকগুন। এ মার্কেটগুলোতে যাতে কোনো ধরণের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (র) ঈদগাহে। এ ঈদগাহ মাঠে সিসিটিভির ব্যবস্থা থাকবে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর)
গোলাম রুহুল কুদ্দুস বলেন, ঈদকে সামনে রেখে নগরীতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে নগরবাসী সুন্দর ও সাবলীলভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে পারেন। ঈদের উৎসব থাকা পর্যন্ত এ ধরণের ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ছাড়া নগরীর বিপনি বিতান ও গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া নগরীর বিভিন্ন রোডেও মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আর/এস