খবর ২৪ ঘণ্টা ডেস্ক: হৃতিক রোশনের অনেক দিনের স্বপ্ন চাইনিজ সুপারস্টার জ্যাকি চ্যানের সঙ্গে দেখা করার। নিজের ছবির সুবাদে সেই স্বপ্ন পূরণ হলো বলিউড নায়কের।
দুই বছর আগে তৈরি হৃতিক রোশনের ছবি ‘কাবিল’ দেখানো হবে চীনে। তারই প্রিমিয়ার উপলক্ষে এই নায়ক এখন সেই দেশে। সেখানে গিয়ে প্রথমেই দেখা করেন জ্যাকি চ্যানের সঙ্গে।
একটুও দেরি না করে সেই ছবি হৃতিক আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, “ভাগ্যে না থাকলে জ্যাকি চ্যানের দর্শন হয় না। আজ যেন আকাশ ছুঁয়ে ফেললাম।”
দুই পোজে দু-রকমের ছবি তুলেছেন তারা। প্রথম ছবি ক্যাজুয়াল। তবে জ্যাকির পাশে দাঁড়িয়ে হৃতিকের চওড়া হাসি দেখার মতো। অন্যটায় পান্ডা সফট টয়ের পোজ দিয়েছেন তারা।
‘কাবিল’-এ হৃতিকের নায়িকা ছিলেন ইয়ামি গৌতম। তিনিও ৫ জুন ছবি মুক্তি উপলক্ষে চীন যাবেন।
ছবিটি পরিচালনা করেন সঞ্জয় গুপ্তা। প্রযোজনায় ছিলেন বাবা রাজেশ রোশন। ‘কাবিল’-এর সঙ্গে একইদিন মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘রইস’। স্বাভাবিকভাবেই ওই বছর বক্স অফিসে রাজত্ব করেছিল কিং খানের ছবি। তবে ‘কাবিল’ আয় করেছিল ১০০ কোটি রুপি।
খবর২৪ঘণ্টা, জেএন