খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: লন্ডন মলে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ সেকেন্ড চ্যালেঞ্জ বেশ উত্তেজনা ছড়ায়। প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে অন্য ক্ষেত্রের তারকাদের জুটি বেঁধে বাকিংহাম প্যালেসের সামনের রাস্তায় গলি ক্রিকেট খেলার মধ্যে চমকপ্রদ ছিল মালালা ইউসুফজাই মতো ব্যক্তিত্বের উপস্থিতি।
৬০ সেকেন্ড চ্যালেঞ্জে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন বলিউড তারকা ফারহান আখতার। মালাল প্রতিনিধিত্ব করেন পাকিস্তানের হয়ে। দশ দলের মধ্যে পাকিস্তান শেষ করে সাত নম্বরে। ভারত তালিকার একেবারে শেষে থাকে। মজার এই প্রতিযোগিতার পরে মালালা রসিকতা করে বলেন, “পাকিস্তান, আমরা ঠিক আছি৷ সাত নম্বরে থাকাটা খারাপ নয়। কিন্তু ভারত লাস্ট হয়েছে। অন্তত আমরা ভারতের মতো লাস্ট হইনি।”
ভারত লাস্ট হয়েছে এই কথাতেই প্রতিক্রিয়া দেখা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাকিস্তান ভারতের থেকে এগিয়ে রয়েছে, এই বিষয়টিকেই মালাল প্রকারান্তরে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এর পিছনে কোনও বিদ্বেষ না থাকলেও মালালার মতো শান্তিতে নোবেলজয়ীর কাছ থেকে এমন মন্তব্য আসা করেননি অনেকেই।
মালাকাকে উদ্দেশ করে মাস্টার কা লড়কা নামক অ্যাকাউন্ট থেকে টুইটে লেখা হয়েছে, “আপনি মালালাকে পাকিস্তানের বাইরে রাখতে পারেন। পাকিস্তানকে মালালার বাইরে রাখতে পারবেন না। কোনও শান্তি নেই, শুধু পুরস্কার।”
জনৈক নভনীত কৃষ্ণা মালালাকে কটাক্ষ করে লেখেন, “ভারত লাস্ট হয়েছে- এই বিষয়টাই পাকিস্তানিদের কাছে বেশি গুরুত্ব পায়। আপনার (মালালা) অনুগামীদের জন্য দারুণ বার্তা। এভাবেই শান্তি ছড়াচ্ছেন।”
মালালার উদ্দেশ্যে রজিন নামের একজন লিখেছেন, “আপনি এমন একটা দেশের প্রশংসা করছেন, যেখানে আপনি যেতে পারেন না। একজন মগজধোলাই করা গতানুগতিক পাকিস্তানির মতো আপনি ভারতকে অপমান করছেন, যেখানে চাইলেই অপনি নিরাপদে যেতে পারেন। এমন সাদাসিধে মুখ করে বিরক্তিকর মন্তব্য করা বন্ধ করুন।”
খবর২৪ঘণ্টা, জেএন