খবর ২৪ ঘণ্টা ডেস্ক: দারুণ গোছানো একটি দল নিয়ে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পা রেখেছে বাংলাদেশ। প্রত্যাশাও অনেক। অথচ এবারের বিশ্বকাপে তারা নাকি জিতবে মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করে রীতিমত দলটির সমর্থকদের তোপের মুখে পড়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম।
শুধু বাংলাদেশি নয় শ্রীলঙ্কান ভক্তদের তোপের মুখেও পরতে হয় তাকে। অবশেষে নিজের টুইটারে নিজের প্রেডিকশনের ব্যাখ্যা দিলেন সর্বকালের অন্যতম সেরা এই কিউই ব্যাটসম্যান।
ভবিষ্যদ্বাণীতে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছিলেন, ইংল্যান্ড বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জয়ের সামর্থ্য রয়েছে বাংলাদেশের। টাইগাররা শুধুমাত্র শ্রীলংকার বিপক্ষেই জিতবে। বাকি নয় ম্যাচে হেরে দেশে ফিরবে। শুধু বাংলাদেশই নয়! টাইগারদের মতো শ্রীলংকাও একটি মাত্র ম্যাচে জয় পাবে। বাংলাদেশ ও শ্রীলংকার চেয়ে এক ম্যাচ বেশি জয় পাবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা আফগানিস্তান।
ম্যাককালামের এমন বিশ্লেষণে চটেছেন অনেকেই। ফলে ব্যাখ্যা দিয়ে নিজের ভবিষ্যদ্বাণীর যৌক্তিকতা দেখিয়েছেন তিনি, “এই বিশ্লেষণটি ছিলো আমার মতে আসর কীভাবে যাবে সেটার উপর। আমি সবসময় ক্রিকেটের উন্নতির জন্য চাইবো এই বিশ্বকাপে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মত দল গুলো যেন শক্ত প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়। যদি বিশ্বকাপটি এশিয়ায় হতো তাহলে হয়তো তারা অবশ্যই শক্ত প্রতিপক্ষ হতো। তবে যেহেতু বিশ্বকাপটি ইংল্যান্ডে তাই আমার এমন ভবিষ্যদ্বাণী।”
ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মাঝের ম্যাচে দুই দলকে জয়ী হিসেবে দেখানোর ফলেও বেশ সমালোচনার মুখে পরতে হয় ম্যাককালামকে। এই ব্যাপারেও তিনি লিখেছেন, “শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে আলাদা করতে পারিনি, তাই দুই দলকেই এখানে জয়ী ঘোষণা করেছি।”
উল্লেখ্য, বিশ্বকাপে এই পর্যন্ত অনুষ্ঠিত হওয়া দুইটি ম্যাচেই ম্যাককালামের প্রেডিকশন সঠিক হয়েছে।
শনিবার শ্রীলঙ্কা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর আফগানিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে রবিবার ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এখন দেখার বিষয় মাশরাফীবাহিনী ম্যাককালামের এই ভবিষ্যদ্বাণী বদলে দিতে পারে কি-না!
খবর২৪ঘণ্টা, জেএন