খবর ২৪ ঘণ্টা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৬ জন। খবর বিবিসি ও সিএনএনের।
শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপ্যাল সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে, বন্দুকধারী একজন সরকারিকর্মী বলে জানা গেছে।
পুলিশ বলছে, হামলাকারী কাউকে কোনও সময় না দিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এছাড়া এক পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন।
ভার্জিনিয়ার পুলিশ প্রধান জেমস কের্ভারা জানান, পুলিশের পাল্টা আক্রমণে হামলাকারি নিহত হয়েছেন। যতটুকু জানা গেছে তিনি ওই অফিসের কর্মচারী ছিলেন। কোনও কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন