নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে জাতীয় অন্ধ সংস্থার অসহায় দুঃস্থ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন জাতীয় অন্ধ সংস্থার শাখা কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী তুলে দেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। এ সভায় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত
ছিলেন। পুলিশ সুপার ঈদ সামগ্রী বিতরণকালে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দুস্থ ও অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কর্মকান্ডেও পুলিশ সাধারণ জনগণের পাশে রয়েছে।
আর/এস