1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আমরা বিভাজনের চিন্তা করবো না: ফখরুল - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

আমরা বিভাজনের চিন্তা করবো না: ফখরুল

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০১৯

খবর ২৪ ঘন্টা ডেস্ক : বিএনপির মধ্যে বিভক্তি ও বিভাজনের চিন্তা না করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা বিভক্তি ও বিভাজনের চিন্তা করব না। আমরা “শহীদ” জিয়ার রাজনীতিকে অনুসরণের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।’

আজ বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম ‘শাহাদতবার্ষিকী’ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী অনুষ্ঠানে আমাদের শপথ নিতে হবে যে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। অনেকেই হতাশার কথা বলেন। আমি কখনো হতাশার কথা বলি না, বলতে চাই না এবং বিশ্বাস করি না। আমি মনে করি শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ, দর্শন ও চিন্তা, তা কখনো ব্যর্থ হওয়ার নয়।’ তিনি আরও বলেন, খালেদা জিয়ার যে আদর্শ ও ত্যাগ স্বীকার, তা ব্যর্থ হওয়ার নয়। বাংলাদেশের মানুষ বিএনপি, জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ভালোবাসে। আর তারা অবশ্যই উঠে দাঁড়াবে, বিএনপি উঠে দাঁড়াবে। বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করে এ দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে।

ফখরুল ইসলাম বলেন, ‘সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আজ চারদিক তাকিয়ে দেখুন, সরকার বলতে কোনো জিনিস আছে বলে মনে হয় না। মনে হয় না যে, কোনো শাসন ব্যবস্থা আছে। দুঃশাসন, অপরাধ ও দুর্নীতিতে বাংলাদেশ ভরে গেছে। আজ চারদিকে দুঃশাসন চলছে। এই দুঃশাসন সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে।’

খালেদা জিয়ার কারাবাসের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পূর্ণ মিথ্যা মামলায় কারাগারে। যারা গণতন্ত্র ও মৌলিক অধিকারে বিশ্বাস করে না, তারা খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। আর এটা করেছে একটি কারণে, তারা খালেদা জিয়াকে ভয় পায়।’

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আজ খালেদা জিয়া কারাগারে। তাই আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমরা যদি দলের গঠনতন্ত্র অনুযায়ী চলি, তাহলে সংগঠন শক্তিশালী হবে। গঠনতন্ত্র মোতাবেক দলকে পরিচালনা করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আহমদ আযম খান, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST