নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মতিহার থানাধীন ডাশমারী স্কুল সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জালে পা আঁটকে পানিতে ডুবে হৃদয় (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে তার মৃত্যু হয়। সে ডাশমারী এলাকার তৈমুরের ছেলে। জানা গেছে, হৃদয় বুধবার দুপুরে ডাশমারী স্কুল সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসল করতে নদীতে নামলে জালে পা আঁটকে পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে
রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আর/এস