খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ভেজাল মদপানে অন্তত ১০ জনের মৃত্যু ও আরো ৩৫ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার রাতে ভারতের উত্তর প্রদেশের বারাবংকি জেলায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, রাতে রামনগর এলাকায় শুল্ক বিভাগ অনুমোদিত একটি দোকান থেকে কেনা দেশি মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ জন মারা যান। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন আছেন।
এছাড়া আশংকাজনক অবস্থায় আরো অনেককে বারাবংকি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেজাল মদপানে নিহতদের বেশিরভারই কৃষক ও দরিদ্র।
এ ঘটনার পরপরই ওই মদের দোকান সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর২৪ঘণ্টা, জেএন