নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার একডালা এলাকার ৮ বছরের শিশু রিফাতকে রাজশাহী পুঠিয়া উপজেলার সেনভাহ এলাকায় নিয়ে গলাকেটে হত্যা করে সৎ পিতা মোহাম্মদ আলী। আজ রাতে এ ঘটনা ঘটে।
নাটোর সদর সার্কেলের অতারিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তিনি জানান, একডালা এলাকার মোহাম্মদ আলী তার সৎ পুত্র রিফাতকে ফুসলিয়ে পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকায় বেড়াতে নিয়ে যায়। এবং সেখানেই গলাকেটে হত্যা করে বলে আটক মোহাম্মদ আলী স্বিকার করেছে। কিন্তু ঘটনাস্থল রাজশাহীর পুঁঠিয়া হওয়ায় মামলা পরিচালনা করবে পুঁঠিয়া থানা। এদিকে আটক সৎ পিতা মোহাম্মদ আলীকে নাটোর সদর থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা, জেএন