নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কামাল হোসেন রবি । লিখিত বক্তব্যে তিনি বলেন, সর্ব¯Íরের শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন। সরকারী, আধাসরকারী বা স্বায়ত্ত্বশাষিত প্রতিষ্ঠানগুলো শ্রমিক নিরাপত্তায় বিভিন্ন প্রণোদনা দেয়। কিন্তু সর্ববৃহত সেবা খাত হয়েও পরিবহণ খাতের শ্রমিকরা এসব সুযোগ বঞ্চিত।
তবে নিজেদের উদ্যোগেই শ্রমিকদের জন্য কল্যাণকর বেশকিছু পদক্ষেপ নিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। এরই অংশ হিসেবে শ্রমিকদের মৃত্যুকালীন ৮৫ হাজার টাকা, কণ্যাদায়গ্রস্থদের ৩৫ হাজার টাকা, সন্তানদের শিক্ষায় ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে আসছে ইউনিয়ন। স্ট্রোক রোগীদের এককালীণ ১০ হাজার টাকাসহ শ্রমিকদের চিকিৎসায় প্রয়োজনীয় অর্থ সহায়তা দেয়া হচ্ছে।
কল্যাণমূলী কার্যক্রম বা¯Íবায়নে বিপুল অংকের অর্থ প্রয়োজন জানিয়েছে রবি বলেন, শ্রমিকরা সামান্য পরিশ্রমিকে কাজ করেন। তাদের নিজেদের অর্থে তহবিল গড়া সম্ভব নয়। আর এ জন্যই পরিবহণ মালিক-শ্রমিক পক্ষের সম্মতিতে ট্রিপ প্রতি কল্যাণ চাঁদা ধার্য্য করা হয়। বাস ভাড়া সরকার নির্ধারিত
হওয়ায় এই চাঁদা কোন ভাবেই যাত্রীদের উপর বর্তায় না। এই চাঁদা আদায় হয় কেবল নগরীর কাশিয়াডাঙ্গা পয়েন্টে। এর বাইরে নগরীর কোথাও পরিবহণে শ্রমিক কল্যাণ খাতে চাঁদা আদায় হয়না।
আদায়কৃত অর্থ সচ্ছতার সাথে শ্রমিক কল্যাণে ব্যয় হয়। তিনি আরো বলেন, সংগৃহিত অর্থ প্রতিদিনই সংগঠনের ব্যাংক হিসেবে জমা হয়। খরচ হয় কমিটির অনুমোদনের পর। সংরক্ষন করা হয় যাবতীয় বিল-ভাউচার। বছরজুড়ে খরচা অনুমোদনের উপস্থাপন হয় বাৎসরিক সভায়। সরকার নিবন্ধিত সংগঠন হওয়ায় নিয়মিত অডিট হয় জমা-খরচের। সংরক্ষণ করা হয় অডিট রিপোর্ট। একটি পক্ষ সংগঠনের সুনাম ক্ষুন্ন করতে অপপ্রচারে নেমেছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোমিনুল ইসলাম মোমিন, জেলা ট্রাক, ট্র্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ আনন্দ কুমার ঘোষ, সদস্য কামরুজ্জামান টুটুল প্রমূখ।
আর/এস