সংবাদ বিজ্ঞপ্তি :
জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ, রাজশাহীর সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী মহানগরের এক মতবিনিময় সভা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সালাম। সভায় জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাক্টিভ মাদার্স ফোরাম গঠন, তথ্য প্রদানের জন্য রেজিস্টার ব্যবহার, বিদ্যালয়ের সেবা বিষয়ক তথ্য বোর্ড স্থাপন, এসএমসি’র সভা নিয়মিতকরণ, অভিযোগ গ্রহণের জন্য রেজিস্টার ব্যবহার, পরামর্শ ও অভিযোগ বাক্স স্থাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা, ফি সংক্রান্ত রশিদ ও রেজিস্টার বই তৈরি ও ব্যবহার করা, উপবৃত্তির শর্তাবলি নিয়ে এসএমসি, শিক্ষকম-লী
ও অভিভাবকদের সাথে আলোচনা ও শর্তাবলি প্রদর্শন করা সহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সালাম বলেন, সভায় আলোচিত অবাস্তবায়িত বিষয়সমূহের বিষয়ে কার্যকর পদক্ষেপ অতিসত্ত্বর গ্রহণ করা হবে। সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন সনাক, রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস। তিনি সকলের সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর আখতার জান্নাতুল
ফেরদৌস, সহকারী মনিটরিং অফিসার মো: অহিদুল ইসলাম, বোয়ালিয়া থানা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লায়লা তাসলিমা নাসরিন, সহকারী থানা শিক্ষা অফিসার রোজী খন্দকার ও মোসা: রুনা লায়লা, সনাক সদস্য অ্যাডভোকেট সামিনা বেগম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মামুন অর রশীদ, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) মো: মাসুদ পারভেজ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: মনিরুল হক।
আরেেএস