অপারেশন ৪বার করেও ভাঙা হাত ভালো না হওয়ায় গৃহবধূর আত্মহত্যা!
প্রকাশের সময় :
রবিবার, ২৬ মে, ২০১৯
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে সেহরির আগে এলিনা খাতুন নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এলিনা খাতুন মহিষভাঙ্গা গ্রামের আলাউদ্দিন আহম্মেদের স্ত্রী।
এলাকাবাসী জানান, দুই বছর আগে ঘরের মেঝেতে পড়ে গিয়ে এলিনা খাতুনের একটি হাত ভেঙে যায়। চারবার অপারেশন করেও তার হাতটি সেরে উঠেনি বরং তার হাতে প্রচণ্ড যন্ত্রণা হতো। সম্প্রতি চিকিৎসক তার হাতে আবারও অপারেশনের পরামর্শ দেন।
দীর্ঘদিন চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় মানসিক হতাশা ও অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে এলিনা খাতুন শনিবার সেহরির আগ মূহূর্তে রান্না ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস নেন। পরে স্বজনরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।