খবর ২৪ ঘণ্টা ডেস্ক: চলতি মাসের শুরু থেকে একাধিকবার দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে গত ১৬ মের পর অব্যাহত আছে মাঝারি বা মৃদু তাপপ্রবাহ। তবে ৮ দিনের মাথায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে মৃদু তাপপ্রবাহ প্রশমিত হয়েছে।
এর আগে ১৬ মে থেকে ২৩ মে সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে হয়, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মাঝারি বা মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এদিকে পুরো মে মাসের পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ হতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আর অন্য জায়গায় ১ থেকে ২টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
খবর২৪ঘণ্টা, জেএন