নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারায় চোরাই মোটরসাইকেলসহ লিখন মোল্লা নামের এক যুবককে আটক করেছে র্যাব। র্যাবের হাতে আটক মোল্লা বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামের মোজাম্মেলের ছেলে। সোমবার বিকেল ৩টায় তাকে মোহনগঞ্জ থেকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকেল ৩টার দিকে
রাজশাহী জেলার বাঘমারা থানাধীন মোহনগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ লিখন মোল্লাকে আটক করে। তার বিরুদ্ধে বাগমারা থানায় পেনাল কোড আইনের ৩৭৯/৪১১ ধারার মামলা দায়ের করা হয়েছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।