নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মহানগরীর পাঠানাপাড়া সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে সাজিদ হোসেন (১৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের সাগরের ছেলে। রোববার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। সে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। তারা নগরীর একটি ভাড়া বাসায় থাকতো। নিহতের পরিবারের স্বজনরা জানায়, রোববার দুপুরে সাজিদ তার বন্ধুদের সাথে
পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আর/এস