খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। আজ সকাল থেকে তারা টিএসসির রাজু ভাষ্কার্যের সামনে অবস্থান নেন। নেতারা বলছেন, পদের ব্যাপারে প্রধানমন্ত্রীর আশ্বাস না পেলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এর আগে গতকাল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ইস্যুতে বৈঠকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পদবঞ্চিতদের ওপর হামলার অভিযোগ উঠে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে আগের কমিটির উপসম্পাদক শেখ আব্দুল্লাহর কলার বোন ভেঙে গেছে। লাঞ্ছিত হয়েছেন, ছাত্রলীগের রোকেয়া হল সভাপতি লিপি আকতারসহ ৬ জন। তবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর দাবি, কথা কাটাকাটি ছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি।
খবর২৪ঘণ্টা, জেএন