নিজস্ব প্রতিবেদক :
পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল।
শুক্রবার সকালে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে এ মিছিল বের করা হয়। তবে মিছিল বের হওয়ার সাথে সাথে পুলিশি বাধার মুখে পড়ে। এতে আর সামনে এগোতে পারেনি মিছিল টি। যার কারণে সেখানেই বসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
কালো পতাকা মিছিল ও বিক্ষোভে সভাতিত্ব করেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বিএনপির নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু। এ ছাড়া নগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা / এম কে