কক্সবাজার শহরের কলাতলীর লাইহাউস পাড়ায় আগুনে পুড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আতিকুর রহমান (৪০) ও আবদুল মোনাফের মেয়ে সাদিয়া (৬)।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্টের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো: ইদ্রিস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দুইজনের মরদেহ পাওয়া গেছে। আগুনে পুড়েই তাদের মৃত্যু হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
আগুনে একরাম হেসেন নামের ফায়ার সার্ভিসের এককর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকে জানিয়েছেন, আগুন লাগা বসতঘরে তৃতীয় স্বামী আতিকুর রহমান ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ছেনোয়ারা। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক (দ্বিতীয়) স্বামী আবদুল মোনাফ রাতের আঁধারে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ছেনোয়ারা বেগম দাবি করেছেন, মনোমালিন্যের জের ধরে রাতে আবদুল মোনাফ পেট্রোল ছিটিয়ে ঘরে আগুন দেয়। বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়ায় আতিকুর রহমান ও সাদিয়া বের হতে পারেনি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।