নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত তৃপ্তি, ক্যাফেরাজ ও নানকিং রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত র্যাব-৫ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, রমজানকে কেন্দ্র করে নগরীর বাজার ব্যবস্থা তদারকি করতে
গতকাল বৃহস্পতিবার র্যাব-৫ এর একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত নানকিং চাইনিজ রেস্টুরেন্ট কে ২ লাখ টাকা, লক্ষ্মীপুর মোড়ের তৃপ্তি হোটেলকে ৫০ হাজার টাকা ও হোটেল ক্যাফেরাজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।