নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘায় ২৯০ পিস ইয়াবাসাহ আব্দুল মুন্নাফ @ মুন্না (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৫। র্যাবের হাতে আটককৃত মাদক ব্যবসায়ী বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মৃত আব্দুল মালেক প্রামানিকের ছেলে। গতকাল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র্যাব জানায়, র্যাব-৫,
রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাঘা থানাধীন হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবাসহ মুন্নাফকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর/এস