দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে ঘাস মারা বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছে। মৃত যুবকের নাম সুমন (২০)। তিনি দুর্গাপুর উপজেলার বাজুখলসিগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার সকালের দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২দিন আগে পরিবারের লোকজনের উপর অভিযান করে সুমন ঘাস মারা বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরবারের লোকজন জানতে পেতে
সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেয় রামেক হাসপাতালের চিকিৎসকরা। সোমবার সকালে সুমন পুনরায় অসুস্থ্য হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এব্যাপারে দুর্গাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আর/এস