সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৬ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গাজায় চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, শিশুসহ নিহত ২৭

অনলাইন ভার্সন
মে ৬, ২০১৯ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: মুসলিমদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজানের আগ মুহূর্তে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে নিহত হয়েছেন ২৭ ফিলিস্তিনি।

মিডল ইস্ট আই জানায়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে রয়েছেন গর্ভবতী মা, চারমাস বয়সী শিশুও।

এদিকে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের পাল্টা রকেট হামলায় নিহত হয়েছে চার ইসরায়েলি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেবল রোববারই ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনিয়ে শুক্রবার থেকে ২৭ ফিলিস্তিনি নিহত হলেন।

এদিকে ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে জাতিসংঘ, মিশর এবং কাতার। তবে সামনের দিনগুলোতে হামলা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরই অংশ হিসেবে দক্ষিণ ইসরায়েলের স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গাজায় ‘বড় আকারের’ আঘাত হানার নির্দেশ দিয়েছেন। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযান চালাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, যুদ্ধবিরতি ইসরায়েলকেই কার্যকর করতে হবে। কারণ দুই পক্ষের এই সামরিক সংঘাত ‘শান্ত’ করার দায় ইসরায়েলেরই। তারা চাইলে পুরোপুরি যুদ্ধবিরতি সম্ভব।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।