খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: সাতক্ষীরার কালীগঞ্জে দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘গোলাগুলি’তে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার ভাড়া সিমলা এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম নবা মণ্ডল (৫০)। শ্যামনগর উপজেলার কাশিবাড়ির বাসিন্দা নবা কাীগঞ্জ উপজেলার বৈরাগিরচরে বাস করতেন। তার পিতার নাম ঠান্ডা মণ্ডল।
পুলিশ বলছে, নবা’র বিরুদ্ধে ৪টি হত্যা, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। আজ ভোর ৫টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারে দাবি, গত বুধবার পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।
এদিকে নবা’র পরিবারের দাবি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, গত বুধবার তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় পুলিশ।
খবর ২৪ঘণ্টা/ জেএন