খবর ২৪ ঘণ্টা ডেস্ক: মাদারীপুরের কালকিনি ও সিরাজগঞ্জ সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতরা মাদক ব্যবসায়ী বলে জানানো হয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে কালকিনি উপজেলার উত্তর চরাইকান্দি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ জহির উদ্দিন জোক্কা (৪২) নামে এক ব্যক্তি নিহত হন বলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে দাবি করা হয়েছে।
অপরদিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশন এলাকায় ‘দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে’ মোহন শেখ (৫০) নামে আরেক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমের কাছে ‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা, জেএন