নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের বিপরিতে কদমতলা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায় নি।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে একটি মেইল ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি কাদিরগঞ্জ কদমতলা রেলক্রসিংয়ে পৌঁছালে অজ্ঞাত পরিচয় এক নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়রা ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারে নি। স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকাতে প্রায় দেখা যেতো তাকে। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন