নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ আগে নগরীর মিজানের মোড় থেকে তাকে আটক করে মতিহার থানা পুলিশ। তার নামে ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার রুহুল কুদ্দুস জানান, জামায়াত নেতা অধ্যক্ষ সিদ্দিক হোসাইনের নামে মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে। মতিহার থানা পুলিশ তাকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কি মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
আর/এস