রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন চাপাপুর এলাকায় ৬ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শামসুল ইসলাম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ বুধবার ভোরে অভিযান চালিয়ে আসামী শামসুলকে গ্রেফতার করেছে। পরে তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে শামসুল ওই শিশুকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করে। ঘটনার পর শিশুর বাবা বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি ধর্ষণা মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেপতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে মতিহার থানার ওসি মেহেদী হাসান রন্টু বলেন, আসামী গ্রেপতার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।