খুলনা প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মত আমরণ অনশন চলছে। গতকাল রাত প্রায় ১১ঃ৩০ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনুষদের পুলিশ ঘেরাও করে রাখে।
পরে আনুমানিক রাত ৪ টার দিকে অনুষদের পুলিশ তালা ভেঙ্গে অনুষদের প্রবেশ করে ও উপস্থিত শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং নেতৃত্ব দানকারী ২২ জন শিক্ষার্থীকে গ্রেফতার করে।
পরবর্তীতে সকাল ৭ টায় শিক্ষার্থীরা আবার আন্দলোন শুরু করে।শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন এখনো চলছে। সকলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে। তাদের দাবী রাতে আটককৃত সকল শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
খবর ২৪ঘণ্টা/ নই