1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মিয়ানমারে রত্নখনিতে ধস, নিহত ৫৪ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

মিয়ানমারে রত্নখনিতে ধস, নিহত ৫৪

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে খনিতে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ঘটনাস্থলে অনুসন্ধান চলছে।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে উত্তরাঞ্চলের কাচিনের হপকান্ত শহরের ম উন কালায় গ্রামের ওই খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। পুরনো একটি খনিতে কাদা পানির একটি পুকুরের পাড় ভেঙে পড়লে খনিতে ধস শুরু হয়।

স্থানীয় কর্মকর্তা তিন সোয়ে বলেন, দুটি প্রাইভেট কোম্পানির অন্তত ৫৪ জন কর্মচারী খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এতে অন্তত ৪০টি গাড়িও চাপা পড়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘ধসে তলিয়ে যাওয়াদের বেঁচে থাকা সম্ভব নয়। কারণ তারা বর্জ্য ও কাদার নিচে তলিয়ে গেছে। তাদের মরদেহ উদ্ধার করাও কঠিন হয়ে পড়বে।’

খনি ধসের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা। কিয়া সোয়া অং নামের ওই কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দারিদ্র্য কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় দেশটির প্রধান পান্না খনি অবস্থিত। চীন সীমান্তের কাছে কাচিনের এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট পান্না পাওয়া যায়। প্রসঙ্গত, মিয়ানমারে খনিধস খুবই স্বাভাবিক ঘটনা। দেশটিতে প্রতিবছর এ ধরনের প্রচুর মানুষ প্রাণ হারায়।

সূত্র: বিবিসি

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST