দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে সংসদ ডাক্তার মনসুর রহমানের পিতা মরহুম আব্দুর রহমান মন্ডল ক্রিকেট টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দুর্গাপুর পৌর এলাকার সিংগা এলাকাবাসী আয়োজনে দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে এ টুর্ণামেন্টি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান। এই ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দুর্গাপুর ডিগ্রি কলেজের গভর্ণিং বর্ডির সদস্য সমাজসেবক ছায়েন উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি অবায়দুর রহমান, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, উপজেলা
ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক টুলু, আ.লীগ নেতা আঃ মতিন, হেলাল উদ্দিন, জিল্লুর রহমান, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমূখ। এছাড়াও টুর্ণামেন্টির আয়োজক কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলাটিতে অংশগ্রহণ করেন কাটাখালি সেভেন স্ট্যার ও রাজশাহী রিলায়েন্স অটো। এ খেলাটিতে মোট ১৬টি দল অংশগ্রহন করবেন। খেলায় প্রথম পুরষ্কার রয়েছে একটি ট্রফি এবং নগদ ২৫হাজার টাকা।
আ/এস