খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: টুইঙ্কল খান্না অনেক দিন চলচ্চিত্র থেকে দূরেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব তিনি। রাজনীতি থেকে শুরু করে সামাজিক বিষয়গুলো নিয়ে মতামত প্রকাশ করেন। তার এই জাতীয় মতামত সোশ্যাল মিডিয়াতে প্রায়ই ভাইরাল হয়।
ভারতের সাধারণ নির্বাচনের মৌসুমেও টুইঙ্কল আবার শিরোনামে। তিনি টুইটারে একটি ছবি শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে মাথায় আন্ডারওয়্যার পরে রয়েছে।
সঙ্গে টুইঙ্কল লেখেন, “যখন আপনি অরবিন্দ কেজরিওয়ালের সমর্থক হন, অথচ আপনার কাছে মাঙ্কি টুপি নেই! আমি সত্যি বলছি, আমি ওকে এ রকম করতে বলিনি।”
অবশ্য টুইঙ্কল এই ছবির মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রীকে ঠিক ব্যঙ্গ করেছেন না কি নেহাতই মজা করেছেন- তা নিয়ে সংশয়ে আছেন অনুসরণকারীরা। তবে এই টুইটে বেশ প্রতিক্রিয়া পাওয়া গেছে।
মিসেস ফানিবোনস নামে নিয়মিত টুইঙ্কল লেখালিখি করেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিন, নিয়মিতভাবে প্রবন্ধও লিখছেন। মাঝে মাঝে প্রযোজনায়ও পাওয়া যায় তাকে।
খবর২৪ঘণ্টা, জেএন