খবর ২৪ ঘণ্টা ডেস্ক: রাঙামাটি শহরে নিজ ঘর থেকে ফরহাদ আলম (২০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন পুলিশ লাইন এলাকা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ দুই বছর ধরে পুলিশ সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি বগুড়া জেলার সোনাতলা থানা এলাকার আবদুল ওহাবের ছেলে।
জানা যায়, ফরহাদ স্ত্রীকে নিয়ে পুলিশ কোয়ার্টারে থাকতেন। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় কয়েকদিন আগে তাকে বগুড়ায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জাহিদুল হক রণি জানান, শুক্রবার রাতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ফরহাদের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।
তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে ফরহাদ আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
খবর২৪ঘণ্টা, জেএন