1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগীয় গণশুনানিতে সড়ক দুর্ঘটনা কমানোর আহবান - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৮:৫ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগীয় গণশুনানিতে সড়ক দুর্ঘটনা কমানোর আহবান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সড়ক ও জনপদ অধিদফতরের আয়োজনে সড়ক ও জনপদ রাজশাহী জোন, বিআরটিএ রাজশাহী, বিআরটিসি রাজশাহীর কার্যক্রম সম্পর্কে শুক্রবার সকালে গণশুনানি অনুষ্ঠিত হয়। সড়ক ও জনপদ রাজশাহী বিভাগীয় কার্যালয় চত্বরে এ গণশুনানিতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। এসময়ে সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন এহছান এলাহী, রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, রাজশাহী সড়ক সার্কেলের তত্ববধায়ক প্রকৌশলী সওজ মাছুম সারোয়ার ও পাবনা সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী সামছুদ্দিন নান্নুসহ রাজশাহী জোনের অধীনে ৮ জেলার কর্মকর্তাবৃন্দ গণশুনানিতে উপস্থিত ছিলেন। শুনানিতে অংশ নিয়ে সাধারণ মানুষ, ঠিকাদার, বিআরটিএ

ও বিআরটিসির কর্মরত-কর্মচারীসহ সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা রাজশাহীতে সড়ক ও জনপদ বিভাগের কাজের মান নিয়ে প্রশ্ন তোলা হয়, পাশাপাশি রাজশাহী এবং পাবনায় বিআরটিএতে পরিবহনের ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্সের নামে হয়রানিসহ ঘুষ-বাণিজ্য, রাস্তায় ট্রাকের কাগজ তল্লাশির নামে পুলিশের বাণিজ্য, রাজশাহীতে বৃক্ষরোপনের নামে সরকারি অর্থ লোপাট, সড়ক ও জনপদ বিভাগের গাড়ি মেরামতের নামে লুটপাটসহ নানা অভিযোগ উঠে আসে। সেইসঙ্গে কোনো কোনো ক্ষেত্রে ভালো কাজ হচ্ছে বলেও বক্তারা অভিমত পোষণ করেন।
এসময় রাজশাহীর বাস মালিক সমিতির বাধার কারণে রাস্তায় বিআরটিসির গাড়ি নামানো যায় না বলেও অভিযোগ করা হয়। বিআরটিসির বগুড়া ডিপোর ম্যানেজার (প্রশাসন) মফিজ উদ্দিন ও পাবনার

ম্যানেজার (প্রশাসন) মোশাররফ হোসেন বলেন, বিআরটিসির সরকারি গাড়ি চালাতেও রাজশাহীর বাস মালিক সমিতির অনুমতি লাগে। তারপরেও তাদের বাধায় রাস্তায় গাড়ি নামানো যায় না বলেও শুনানিতে অভিযোগ করা হয়। এসময় তাদের অভিযোগের কথা অতিথিবৃন্দ শোনেন এবং এসব ব্যাপারে দ্রত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সড়কে উন্নয়নমূলক কাজ যথা সময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সচিব। অন্যদিকে নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য সড়কের দু’পাশে উপযুক্ত স্থানে পর্যাপ্ত সংখ্যক সাইন, সিগন্যাল, জেব্রাক্রসিং এবং অন্যান্য নির্দেশনামূলক চিহ্ন বসানোর ওপর জোর দেন সড়ক পরিবহন সচিব। সেইসাথে রাজশাহী জোনের সড়কগুলোয় দুর্ঘটনা কমাতে কার্যকরী পদক্ষেপ নিতে সবার প্রতি আহবান জানান সচিব নজরুল ইসলাম।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST