গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন (কেজি স্ট্যান্ডার্ড) এ দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী অত্র বিদ্যালয় চত্বরে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ গোমস্তাপুর উপজেলা সমিতি আয়োজনে ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ
হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ আব্দুল মুকিত আপেল, স্কুল অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি সহ স্কুল শিক্ষক ও কর্মচারী বৃন্দ। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক ব্যক্তির চোখের চিকিৎসা করা হয়।